ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আম্পানে ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কারেরসমাপনী ও মোড়ক উন্মোচন করলেন-স.ম সেলিম রেজা মিলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 6:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনির হাসখালীতে ইউপি চেয়ারম্যান আম্পানে ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কারের কাজ সমাপনী ও মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা সদরের হাসখালী জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার অর্থায়নে কাজের বিনিময়ে অর্থ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং সুশিলনের সহযোগীতায় কাজের সমাপনী ও মোড়ক উন্মোচন করেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন।

এ সময় উপস্থিত ছিলেন এফএও প্রতিনিধি উত্তম কুমার মজুমদার, জিএম মনিরুজ্জামান, পিএম কাজী তোবারক হোসেন মামুন, এফএস এন্ড এমএ সাবিনা ইয়াসমিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বাসুদেবের বাড়ী হতে সঞ্জিব বৈরাগী মৎস্য ঘেরের মাথা পর্যন্ত ৬২০ ফুট রাস্তা মাটির কাজ সমাপনী ও মোড়ক উন্মোচন করা হয়েছে। ১০ দিন ব্যাপী মাথাপিচু নগদ বিকাশের মাধ্যমে ৩,০৫৬ টাকা চুক্তিতে ৩৮জন মহিলা ও ৮৭ জন পুরুষ উপকারভোগী শ্রমিক কাজ করছেন।সমাপনীকালে প্রধান অতিথি শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।