গাইবান্ধায় আখ ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার।
সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখ ক্ষেত থেকে মাহবুব হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।জানা গেছে, গোবিন্দগঞ্জে আসার কথা বলে গতকাল বৃহস্পতিবার সবাল সাড়ে ৯টার দিকে মাহবুব বাড়ি থেকে বেড় হয়।
পরে বিকেল ৪টার দিকে বাড়ির দক্ষিণ-পশ্চিম পার্শ্বে আফজাল হোসেনের আখ ক্ষেতের মধ্যে মাহবুবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
খবর পেয়ে থানার এস আই আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে।