ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চসিক নির্বাচনে গণসংযোগ “চট্টগ্রামে ভোট বিপ্লব ঘটতে পারে -ডা: শাহাদাৎ”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 7:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার:- নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডে চসিক নির্বাচনী বিএনপি মনোনীত মেয়র পদে ডাঃ শাহাদাৎ হোসেন ধানের শীষ এবং কাউন্সিলর প্রার্থী সরফরাজ কাদের রাসেলের রেডিও মার্কার সমর্থনে শুক্রবার (১৫জানুয়ারী) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন স্পর্টে গণসংযোগ করে প্রচার-প্রচারণা কর্মসূচি অব্যাহেত রাখেন।

গণসংযোগ উত্তর বন্দরটিলাস্থ আলী মাজার সংলগ্ন স্থানে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডাঃ শাহাদাৎ হোসেন,প্রধান বক্তা নগর সাঃ সম্পাদক আবুল হাশেম বক্কর,বিশেষ অতিথি-নগর সহ সভাপতি মোঃ মিয়া ভোলা, যুগ্ন সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন,গাজী মোঃ সিরাজ উল্লাহ, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক হাজী নুরুজ্জামান কন্ট্রঃ, নগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাঃ সম্পাদক মোঃ সাহেদ হোসেন, সিঃসহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, মোঃ হাসান মুরাদ।

ইপিজেড থানা বিএনপি সভাপতি ও কাউন্সিলর প্রার্থী সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে পথসভায় অন্যান্যর মধ্যে সাঃসম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, সিঃসহ-সভাপতি মোঃ মুজাদ বারেক, সিঃযুগ্ন সম্পাদক মোঃ জাবেদ আনসারী, সাংগঠনিক সম্পাদক মোঃইমরান হোসেন,সহ-সভাপতি মোঃশাহজাহান, যুগ্ন সম্পাদক মোঃ আলী সাজু, রিয়াজ উদ্দিন,মোঃ আইয়ূব খান, ৩৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশ্রাফ উদ্দিন , সাঃ সম্পাদক মোঃ মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, মোঃ শরীফ,মিজানুর রহমান পারুল প্রমুখ। এসময় কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল, মহিলাদল,তাঁতীদল,জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা ওগণসংযোগ থেকে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আগামী ২৭ জানুয়ারী চসিক নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ডাঃশাহাদাতের ধানের শীষ এবং রাসেলের রেডিও মার্কায় ভোট দিয়ে ফ্যাসিস ও লুটরাজ-জুলুমবাজ, স্বৈরাচারী সরকার কে হঠাতে ভোট প্রয়োগ করে মিথ্যাচারের বিরুদ্ধে সত্যিকারের ভোট বিপ্লব ঘটাতে দৃঢ় আহবান করেন। এসময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সু-সংগঠিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেন। তিনি আরো মন্তব্য করে বলেন, চট্টগ্রামে যেভাবে বিএনপির গণ জোয়ার সৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছে এবার ভোট বিপ্লব ঘটতে পারে….!

গণসংযোগটি আলীশাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে সিমেন্ট ক্রসিং-হক সাহেব রোড,পুরাতন সাইট,আকমল আলী রোড-হক সাহেব রোড,মাদ্রাজী শাহপাড়া-হাসপাতাল গেইট হয়ে বন্দরটিলা-নিউ মুরীং-সল্টগোলাক্রসিং মোড় গিয়ে শেষ হয়।