সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় ব্যবসায়ী গ্রেফতার
আজিজুর রহমান মুন্না , সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের কামারখন্দে ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসলাম শেখ (৪০) নামে এক গরু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ধামকোল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।আসলাম উপজেলার ধামকোল গ্রামের মৃত গণি শেখের ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রাকিবুল হুদা জানান ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত আসলামকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।