ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৬ অপরাহ্ন

কবিতা “বিধ্বংসী “

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 9:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 131 বার

কে এ জ্যোতি

পান্টী, কুমারখালি, কুষ্টিয়া

কলমের কালিতে বলতে চাই না আর,
প্রচন্ড বিধ্বংসী একটা অস্ত্র চাই যে এবার।
ওরা ভালো কথা বোঝেনা,
ওরা কারও নিষেধ মানেনা।
ওরা শোনেনা কারও আহাজারি আর্তনাদ,
ওরা হিংস্র, মেতেছে মিটাতে নিজের স্বপ্ন সাধ।
দিকে দিকে চলছে হত্যা, রাহাজানি,ধর্ষন।
চারিদিকে চলছে নিধন, জুলুম আর নির্যাতন।
কবিতা পড়ার সময় নাই,নিরীহরা হচ্ছে মজলুম,
সব অন্যায় রুখে দেব বলতেই হচ্ছে যে গুম।
চলছে যত দূর্নীতি আর স্বজন প্রীতি,
মহা উৎসবে চলছে নোংরা রাজনীতি।
বিশ্ব জুড়ে চলছে শুধু মোড়ল হবার লড়াই,
কাঁদছে শিশু, মরছে মানুষ, তাকিয়ে আছে সবাই।
কখন কবে বলবে কেউ, শোনাবে অভয় বানী,
ভাঙছে শুধু ভাঙছে সবার ব্যথায় হৃদয় খানি।
দুর্বলের উপর চলছে সবলের চাবুক,
সইতে পারি না আমি ভেঙে যায় বুক।
তাই তো এবার তথাকথিত জঙ্গি হব জঙ্গি,
নির্যাতিত নিপিড়ীত মজলুমের হব চিরসঙ্গী।
কলমের কালিতে বলতে চাই না আমি আর,
প্রচন্ড বিধ্বংসী একটা অস্ত্র চাই যে এবার।