ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শীতার্থদের পাশে ‘৯৯’ ব্যাচের শিক্ষার্থীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 9:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 159 বার

মুরাদ খান, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মাঘের আগমনে শীতের তীব্রতা বাড়ছে। কূঁয়াশার চাদরে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে সকালের সরাইল। রাত দিন কনকনে ঠান্ডা। চারিপাশের দরিদ্র অসহায় নারী পুরূষরা শীতের দাপটের কাছে হারতে বসেছেন। ঠিক সেই সময়ে ‘এই শীতে আমরা বন্ধুরা আছি উষ্ণ পরশে তোমাদের পাশে’ এই ¯স্লোগানকে সামনে রেখে শীতার্থ মানুষদের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘৯৯’ ব্যাচের শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩ শতাধিক শীতার্থ মানুষের হাতে তুলে কম্বল তুলে দিয়েছেন তারা। আয়োজকদের একজন জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় ওই বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আ’লীগ নেতা, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, আ’লীগ নেতা শহীদ বুদ্ধিজীবীর সন্তান অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরূজ্জামান, সাংবাদিক মো. মোশাররফ হোসেন বেলাল, কমিউনিষ্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায়, আ’লীগ নেতা মো. কায়কোবাদ, বিশিষ্ট ব্যবসায়ি ও প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা দুলাল, ৯৯ ব্যাচের শিক্ষার্থী মো. রাকিব মিয়া মৃধা, মাহবুব এলাহি প্রদ্যুৎ ও মো. মাসুম প্রমূখ।