দৌলতখানে ফারহান লঞ্চের চাপায় পা হারালেন এক যাত্রী
বরিশাল অফিস :ভোলার দৌলতখান উপজেলায় ঢাকামুখি এমভি ফারহান-৫ লঞ্চের চাপায় পা হারিয়েছেন কোহিনুর নামে এক যাত্রী। তার বয়স ৪০। কোহিনুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিনের স্ত্রী। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দৌলতখান লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি ফারহান-৫ লঞ্চটি রাতে দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাটে যাত্রী উঠানোর উদ্দেশ্যে ঘাট দেয়। এসময় বেপরোয়া গতির লঞ্চটি এসে পন্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রী কোহিনুরকে চাপা দিলে তার বাম পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দৌলতখান হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠিয়েছেন।
দৌলতখান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত জানান, রেগীর বাম পায়ে আঘাত লেগে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিক বরিশালে রেফার করা হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, কোহিনুর লঞ্চে উঠতে গিয়ে আহত হয়েছে। পরে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।