মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন আরএমপি পুলিশ কমিশনার
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক আজ বুধবার সকাল ০৮.০০ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভ, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে পুলিশ লাইন্স গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যগণের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্সবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রিতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহীতে কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ দেশমাতৃকার জন্য পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে নিজেদের জীবন উৎসর্গ করেন। দেশের জন্য তাদের এ আত্মত্যাগ কখনো ভুলবার নয়। মুক্তিযুদ্ধে যে কয়েকজন শহীদ হন তার মধ্যে তৎকালীন রাজশাহী রেঞ্জ ডিআইজি শহীদ মামুন মাহমুদ ও পুলিশ সুপার শহীদ শাহ আব্দুল মজিদ উল্লেখযোগ্য।