রাশিয়ার কাছে বিক্রির চেষ্টা পেলোসির লুট করা ল্যাপটপ
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ সম্প্রতি ক্যাপিটল হিলে নারকীয় হামলার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে একটি ল্যাপটপ চুরি করেছেন সম্ভবত একজন নারী। ল্যাপটপটি রাশিয়ার কাছে বিক্রি করে দেয়ার চেষ্টা হয়েছিল বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে তার ক্ষমতা গ্রহণের শুরু থেকেই আলোচনা। এ আলোচনা, বিতর্কের কারণে ট্রাম্প প্রশাসনের অনেক বাঘা বাঘা কর্মকর্তাকে চরম মূল্য দিতে হতে হয়েছে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন ট্রাম্প। এখন আবার ন্যান্সি পেলোসির অফিস থেকে লুট করে নেয়া ল্যাপটপ রাশিয়ার কাছে বিক্রি করে দেয়ার সম্ভাব্যতা নিয়ে তিক্ত বিতর্ক সৃষ্টি হয়েছে।
খবরে প্রকাশ, এক নারীর বিরুদ্ধে নতুন করে ফৌজদারি মামলা হয়েছে মার্কিন আদালতে। ওই অভিযোগে বলা হয়েছে, ওই নারী পেলোসির অফিসের লুট করা ল্যাপটপ রাশিয়ার কাছে বিক্রি করে দেয়ার চেষ্টা করেছেন। এমনটা নোট দিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই আদালতে বলেছে, তারা এখনও বিষয়টি নিয়ে তদন্ত করছে। এ মামলায় এক ব্যক্তি বলেছেন, ওই নারীর নাম রিলে জুন উইলিয়ামস। তিনি পেনসিলভ্যানিয়ার। তার সঙ্গে উইলিয়ামসের রোমান্টিক সম্পর্ক ছিল এক সময়। তিনিই ক্যাপিটল ভবনে হামলা চালানোর ভিডিওতে উইলিয়ামসকে শনাক্ত করেছেন। এ অভিযোগে উইলিয়ামসকে গ্রেপ্তার করা হয়েছে ১৭ জানুয়ারি। মামলায় বলা হয়েছে উইলিয়ামসকে পেলোসির অফিস থেকে একটি ল্যাপটপ অথবা হার্ডড্রাইভ নিয়ে যেতে দেখা গেছে ভিডিওতে। তিনি ওই কম্পিউটার ডিভাইস রাশিয়ায় অবস্থানরত তার এক বন্ধুর কাছে পাঠাতে চেয়েছিলেন। তার ওই বন্ধু তখন ওই ডিভাইসটি রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআরের কাছে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করেছিলেন। অজ্ঞাত কারণে, এটা রাশিয়ার হাতে তুলে দেয়ার পরিকল্পনা করেছিল তারা। ওই ব্যক্তি আরও বলেছেন, এখনও উইলিয়ামসের কাছে ওই কম্পিউটার ডিভাইস আছে অথবা তিনি তা ধ্বংস করে ফেলেছেন। তবে উইলিয়ামসের বিরুদ্ধে এখনও কোনো চুরির অভিযোগ আনা হয়নি। তার বিরুদ্ধে শুধু ক্যাপিটল ভবনে প্রবেশ এবং সেখানে বিশৃংখলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।