বিজয়ী হলে ওয়াইফাই নগরী করা হবে চট্টগ্রাম শহরকেঃ ডা. শাহাদাত
মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- চট্টগ্রামকে ওয়াইফাই নগরী করা হবে, মাদারবাড়ী এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত গণমাধ্যম কর্মীদের এই কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রামকে ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল নগরীর ২৯নং পশ্চিম মাদারবাড়ী ও ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে গণসংযোগকালে এ প্রতিশ্রুতি দেন। ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনে জয়ী হলে চট্টগ্রামকে ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরীর গুরুত্বপূর্ণ শতাধিক পয়েন্টে শক্তিশালী রাউটার স্থাপন করে এটি বাস্তবায়ন সম্ভব। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।
কোনো প্রকার বাফারিং ছাড়াই ইন্টারনেটের গতি স্পিডে এনে পুরো নগর ওয়াইফাই শহর হিসেবে গড়ে তুলব। একেকটি এক্সেস পয়েন্টের প্রতিটিতে এক সঙ্গে ৫০০ জন যুক্ত থাকার মতো ব্যবস্থা করা হবে। বিএনপি মনোনীত এ প্রার্থী পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের কদমতলী মোড় থেকে গণসংযোগ শুরু করে মাদারবাড়ী মসজিদের সামনে এসে শেষ হয়। পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের মালুম মসজিদের সামনে থেকে শুরু করে মাঝিরঘাট, নালাপাড়া, স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, বালিকা স্কুল মোড়, স্ট্যান্ড রোড, সিটি কলেজ, ইসলামীয়া কলেজ এলাকায় গিয়ে পথসভায় মিলিত হন। ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, চট্টগ্রামের বিভিন্ন সড়কে ধুলাবালি উড়ছে। প্রতিদিন কাটা হচ্ছে রাস্তা।
এতে সড়কজুড়ে নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিবেশ দূষিত হওয়ায়, মানুষজনও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।