ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে মহান বিজয় দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 6:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 137 বার

ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় উপজেলাবাসী স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন

সকাল ৯টার দিকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি দিবসটির শুভ উদ্ভোধন ঘোষনার পর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকাসহ বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন।

এরপর উপজেলার ষ্টেশন চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামীলীগ সহ শ্রদ্ধা নিবেদন করে দিনাজপুর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। পরে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া হয়।

পরে দিবসটি উপলক্ষে উপজেলার অফিসার্স ক্লাব চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরতিজা হাসান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ, সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্টার আজমল হক, কৃষি কর্মকর্তা মাহামুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, সমাজ সেবা কর্মকর্তা ময়নুল ইসলাম প্রমূখ।

Proudly Designed by: Softs Cloud