ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘পদ্মা সেতু বাংলাদেশের মানুষের সম্পত্তি, তবে বিএনপির নয়’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 6:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পত্তি, তবে বিএনপির নয়। কেন না আপনারা এটা নিয়ে ষড়যন্ত্র করেছেন।

পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি নয়-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথার জবাবে তিনি এসব কথা বলেন।বুধবার সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতা পেয়েছি। তিনি দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ বিজয় দিবসে গর্ব করে বলতে পারি, পদ্মা সেতু হয়ে গেছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. নূর এ আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রমুখ।