ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় বিজয় দিবসে লেডিস ক্লাবের সেলাইমেশিন বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 16, 2020 - 7:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 153 বার

সেলিম আহমেদ,সিনিয়র করেসপন্ডেন্ট: মৌলভীবাজারের কুলাউড়ায় লেডিস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা, সেলাইমেশিন বিতরণ ও অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে লেডিস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লেডিস ক্লাব কুলাউড়ার সভাপতি ফাহমিদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেরা কৃষি অফিসার আব্দুল মোমিন। এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও লেডিস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চারজন অসহায় দুঃস্থ মহিলার জীবনমান উন্নয়নের জন্য ৪ টি সেলাই মেশিন বিতরণ করা হয় এবং একজন অসহায় গর্ভবতী মহিলাকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ তিন হাজার অনুদান প্রদান করা হয়।