ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় ৩৩ জন পুষ্টি উজ্জীবকদের যোগদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 31, 2023 - 8:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর পুষ্টি উদ্যোগ প্রকল্পের ৩৩ জন পুষ্টি উজ্জিবকদের যোগদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩১ মে সকাল ১০ টায় পত্নীতলার জেলা পরিষদ ডাক বাংলায় পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি কর্মকর্তা আলহাজ্ব জয়নাল আবেদীন। এসময় আরো উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, গণ গবেষক রমজান আলী, পরেশ টুডু, ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলম, খাইরুল ইসলাম, মাসুদ রানা প্রমূখ।

এসময় দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী আসির উদ্দিন বলেন, দি হাঙ্গার প্রজেক্ট গ্লোবাল পুষ্টি উদ্যোগ প্রকল্পের আওতায় পত্নীতলা উপজেলার ১১ টি ইউনিয়নে ৩৩ জন পুষ্টি কর্মীকে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগপ্রাপ্ত পুষ্টি উজ্জীবকগণ গর্ভবর্তী নারী এবং পাঁচ বছরের নিচে শিশুদের এম এম এস বা মাল্টিপল মাইক্রো নিউন্ট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন হিসাবে মাতৃকণা ও পুষ্টিকণা প্রদান করবেন। তদুপলক্ষে প্রত্যেকটি ইউনিয়নে ১৬০ জন করে মা এবং ২৫ জন করে হত দরিদ্র শিশু নির্বাচন করা হবে। প্রতিটি ইউনিয়নে ১০ টি করে মাতৃকেন্দ্র গড়ে তোলা হবে। গ্রাম উন্নয়ন দল এবং মাতৃকেন্দ্র বা মাদার্স ক্লাবগুলোতে অত্যাবশ্যকীয় পুষ্টি কার্যক্রম, নিরাপদ পানি, পয়:নিষ্কাসন এবং সুঅভ্যাস চর্চার বিষয়ে কার্যক্রম পরিচালনা করবেন।