হাটহাজারীতে পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা
সুমন পল্লব হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে পৌরসভার ২০২৩-২৪ অর্থ বাজারের বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর প্রশাসক এর কার্য্যালয়ে উন্মক্ত বাজেটে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ শাহিদুল আলম এর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহরীর সঞ্চালনায় বাজেট পেশ করেন পৌর হিসাব রক্ষন কর্মকর্তা মো: শাহাজাহান।
আগামী পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের মোট ৩২ কোটি ৩২ লাখ বাজেট পেশ করা হয়।
পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন জানান,পৌরবাসীর চাহিদা বিবেচনা করে এবাবের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়ন আয় বর্ধক প্রকল্প উপর বেশী জোর দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ শাহিদুল আলম বলেন এই বাজেটের মুল বৈশিষ্ট্য হচ্ছে সম্পন্ন উন্নয়ন মুখী।এবারের বাজেটের সবোর্চ্চ বরাদ্ধ রাখা হয়েছে অবকাঠামো উন্নয়নে।
এই সময়,পৌর সহ: প্রকৌশলী কৌশিক বড়ুয়া নিহার,নকঁসাকার মো:মোমিনুল হক, প্রধান সহ:মো সাহাবউদ্দিন,কর নির্ধারক মো:নিজাম উদ্দীন, হিসাব রক্ষক মো:রফিকুল ইসলাম,পৌর কর্মচারী মো:মনোয়ার হোসেন সহ পৌর কর্মকর্তা কর্মচারী,সহায়ক সদস্যবৃন্দ ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।