রাঙ্গুনিয়া সরফভাটায় প্রয়াত আ.লীগ নেতা ইসমাইলের স্মরণসভা
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মোহাম্মদ ইসমাইলের স্মরণসভা সরফভাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (১৯ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী।
#প্রধান অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. মুজিবুল ইসলাম সরফী। উত্তরজেলা ছাত্রলীগ নেতা মো. সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, আবুল কালাম মেম্বার, নবীর হোসেন তালুকদার, জালাল আহমেদ, আবুল কালাম চৌধুরী, সিরাজুল ইসলাম, খাইরুজ্জামান মেম্বার, খোরশেদ আলম সুজন, নুরুল ইসলাম তালুকদার, মো. জমির হোসেন, হাজি ইলিয়াছ, মো. হোসেন, শহিদুল্লাহ চৌধুরী, কেফায়েত উল্লাহ, মো. ইউছুপ, শামসুল আলম,
মাওলানা রেজাউল করিম, মাওলানা আবুল বয়ান, মাওলানা আবুল কালাম, জাহাঙ্গির আলম মেম্বার, মো. নাজের মেম্বার, মো. হাছান, মো. আলম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, দিদারুল আলম খোকন, রফিকুল ইসলাম, দিদারুল আলম, সাইফুদ্দিন আজম, নুরুল আলম, ফিরোজা বেগম, শিরিন আকতার, কামরুন নাহার, যুবলীগ নেতা জামাল উদ্দীন, মো. হাছান, ফারুক শাহ তালুকদার, মার্শাল টিটু, আনোয়ার হোসেন রুবেল, জানে আলম জনি, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সারেক, সাহেদ ইভান, মো. রায়হান, মো. রানা প্রমুখ। শেষে মোনাজাতের মাধ্যমে তাঁর রূহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।
#উল্লেখ্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তী হলে গত শুক্রবার (১৬ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন জুম্মার নামাজের পর সরফভাটা মেহেরীয়া মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে তাঁর নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।