ফুলবাড়ীতে বিদেশী মদ ও ইয়াবাসহ আটক চার
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশী মদ ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পৌর শহর ও বেতদিঘী ইউনিয়নের গলাকাট দামার মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ীদের আটক করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম ও এসআই আব্দুস সাত্তার বাদি হয়ে, পৃথক দু”টি মামলা দায়ের করেছেন।
পুলিশের হাতে মাদকসহ আটক ব্যাক্তিরা হলেন হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের শাহিন আলমের ছেলে হিরা ইসলাম হিরো (২৫), একই উপজেলার বড়চড়া গ্রামের মৃত মইনুল ইসলামের ছেলে মওদুদ আহম্মেদ মধু (২৬), ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম কেরু (৩০) এবং একই এলাকার নুর আমিনের ছেলে শামিম হোসেন (৩২)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দ্দেশে একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের গলাকাটা দামার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় অফিসার্স চয়ের্স হুইস্কি মদসহ মাদক ব্যাবসায়ী হিরা ইসলাম হিরো ও মওদুদ আহম্মেদ মধুকে আটক করে।
অপরদিক রাত সাড়ে নয়টায় পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া কাজিখানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ মোরশেদ আলম কেরু ও শামিম হোসেনকে আটক করে।