ফুলবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অর্ধশতাধিক ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়ে টিভি, রেফ্রিজারেটর, ফ্যান সহ গ্রাহকের ঘরে থাকা অর্ধশতাধিক ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সময় বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ গ্রাহকরা জানায়,রাতে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সময় বাড়ীর বৈদ্যুতিক লাইনে হঠাৎ করে হাই ভোল্টেজ আসে। এরপর শর্ট সার্কিট হয়ে টিভি,রেফ্রিজারেটর সহ সমস্ত বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যায়। পৌর এলাকা সহ বেশ কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে অর্ধশত পরিবারের এমন ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
পৌর এলাকার কাটাঁবাড়ী নয়াপাড়া গ্রামের রোকেয়া বেগম,মাহাতাব হোসেন,সাগর,ফয়জার,আশরাফুল সহ অনেকেই জানান,শর্ট সার্কিট হয়ে ওই গ্রামের তাদের প্রায় ১৫টি টিভি,৫টি ফ্যান ও ২টি ফ্রিজসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেছে। একই সাথে খয়েরবাড়ী ইউনিয়নের মোজাফ্ফর সরকারের বাড়ীতে ১টি টিভি ২টি ফ্যান ও একটি ফ্রিজ এবং চকচকা গ্রামে শাহিনুর এর বাড়ীতে ১টি ফ্রিজ,১টি টিভি,ফ্যান সহ ওই গ্রামে প্রায় ২০টি ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেছে। এর বাইরেও অন্যন্য এলাকায় আরও প্রায় ২০টি ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ গ্রাহকরা জানায় হঠাৎ করেই এমন ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী পৌর শহরের মেকানিক্স কামরুজ্জামান ও সিরাজুল ইসলাম জানান,সকাল থেকে এরকম আনেক নষ্ট হওয়া টিভি নিয়ে অনেকেই আসছেন মেরামত করতে।
ওই মেকানিক্সরা জানান,অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চালনের কারনে এমন ঘটতে পারে। নষ্ট হওয়া টিভি গুলোর বেশিরভাগ মাদারবোর্ড,পিকচারটিউব ও পাওয়ার সাপ্লাই নষ্ট হতে দেখা যাচ্ছে।
ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. উজ্জ্বল আলী জানান, বৈরী আবহাওয়া বা বৃষ্টিপাত এবং বজ্রপাতের সময় ঘরের
টিভি,রেফ্রিজারেটর সহ সমস্ত বৈদ্যুতিক সামগ্রীর বৈদুতিক সংযোগ (প্লাক) খুলে রাখতে হবে। এসময় বজ্রপাতের কারনে বিদ্যুৎ অভারলোড হয়ে ডিস লাইনের তার এবং বৈদ্যুতিক তারের সাহায্যে এসব বৈদ্যুতিক সামগ্রীতে ঢুকে পড়ে সেগুলো নষ্ট হয়ে যায়,তাই সবাইকে সচেতন থাকতে হবে।