ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 27, 2023 - 7:25 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 1177 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক: রাঙ্গুনিয়া তন্নী ধর (১৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকায় প্রবাসী সুভাষ ধরের মেয়ে। তার পরিবারের স্বজনরা বলছে তন্নী নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।

তন্নীর মা লক্ষী ধর জানান, তিনি রাতের খাবার রান্না করতে গেলে তন্নী নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। তাকে ডাকাডাকির এক পর্যায়ে দরজা ভেঙে দেখা যায় তন্নী সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো বলেন, তন্বী দীর্ঘদিন যাবত জঠিল রোগে আক্রান্ত। মানসিক অশান্তি থেকেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তরুণী আত্মহত্যা করেছে।