ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২৮ অপরাহ্ন

স্ত্রীর সা‌থে অ‌ভিমান ক‌রে স্বামীর আত্মহত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 4, 2023 - 6:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি: তুচ্ছ ঘটনা‌য় স্ত্রীর সা‌থে অ‌ভিমান ক‌রে ইউসুফ আলী (২৮) না‌মের এক যুবক গলায় ওরনা পে‌চিয়ে আত্মহত্যা ক‌রেছে।

শুক্রবার বি‌কেল ৩টায় উপ‌জেলার ৭নং শিবনগর ইউ‌নিয়নের দ‌ক্ষিণ বাসু‌দেবপুর নয়াপাড়া গ্রামে তার নিজ ঘ‌রের আড়ার সা‌থে ফাঁস দি‌য়ে সে আত্মহত্যা ক‌রে । বিষয়টি নিশ্চিত করেছেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ফুলবাড়ী সা‌র্কেল) ফরহাদ হো‌সেন।

ইউসুফ আলী (২৮) ওই গ্রামের মৃত ফারুক হো‌সে‌নের ছে‌লে। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক।
স্থানীয় সূ‌ত্রে জানাযায়,শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী হা‌লিমা খাতু‌নের সা‌থে অ‌ভিমান ক‌রে ইউসুফ আলী তার নিজ ঘ‌রের আড়ার সা‌থে ফাঁস দি‌য়ে সে আত্মহত্যা ক‌রে ।

পরে বা‌ড়ির লোকজন ঝুলন্ত লাশ দেখ‌তে পে‌য়ে চিৎকার কর‌লে আ‌শেপা‌শের লোকজন এ‌সে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ফুলবাড়ী সা‌র্কেল) ফরহাদ হো‌সেনসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সুরতহাল করেন। ইউসুফ আলী ‌পেশায় একজন হো‌টেল শ্র‌মিক ছি‌লেন। তার ৪বছর ও ৭বছ‌র বয়সী দু‌টি ছে‌লেও র‌য়ে‌ছে।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ফুলবাড়ী সা‌র্কেল) ফরহাদ হো‌সেন জানান, নিহতের প‌রিবা‌রের অ‌ভি‌যোগ না থাকায় আই‌নি প্র‌ক্রিয়া শে‌ষে উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের অনুম‌তি সা‌পেক্ষে মরদেহ প‌রিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।