হাটহাজারীর মির্জাপুরে অগ্নিকান্ডঃ দুই পরিবার নিঃস্ব
সুমন পল্লব হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে গতকাল সোমবার বিকালে সংগঠিত অগ্নিকান্ডে দুই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। উপজেলার আওতাধীন ৩ নং মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খিল্লাপাড়া কুতুব চৌধুরী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার বিকালে মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খিল্লাপাড়া কুতুব চৌধুরী বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।
এতে মোঃ তোয়ান আলীর দুই পুত্র যথাক্রমে মোঃ রেজাউল করিম ও মোঃ শাহাজাহান (আজম) নামে দুই ভাইয়ের ৬ কক্ষ বিশিষ্ট দুইটি কাঁচা বসত ঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ১০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। সংবাদ পেয়ে হাটহাজারী উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে অগ্নিদূর্গত দুই পরিবারকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও কম্বল প্রদান করেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান জানান, গতকাল বিকালে উক্ত বাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে মোঃ রেজাউল করিম ও শাহাজাহান নামে দুই পরিবারের ৬ কক্ষ বিশিষ্ট দুইটি কাঁচা (রান্নাঘর সহ) পুড়ে যায়। বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।