ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সড়ক দুর্ঘটনারোধে নানা পরিকল্পনা
কঞ্জন কান্তি চক্রবর্তী , ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সবা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) বিকাল ৪টায় বিজ্ঞ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী, সিভিল সার্জন ডা: এইচএম জহিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ ছিলেন। জেলা প্রশাসক ফারাহ রাহ গুল নিঝুম বলেন, ‘ঝালকাঠির আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সঠিক ভূমিকা পালন করতে হবে। সড়ক দুর্ঘটনারোধে রাস্তার পাশে গাছ লাগানো, সেফটি গার্ড বসানো, মহসড়কের পার্শ্ববতী ১০ মিটারের মধ্যে কোন জলাশয় খনন না করা, প্রাপ্ত বয়স্ক ও প্রশিক্ষিত লাইসেন্সধারী ড্রাইভারদের দিয়ে গাড়ী চালানোর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
অযোগ্য ও লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ী চালানোর অপরাধে গাড়ির মালিকদেরও আইনের আওতায় আনার কথা জানান তিনি। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা পালন করার ব্যাপক প্রস্তুতি গ্রহনের কথা জানিয়ে সকলকে ওই প্রোগ্রামে উপস্থিত থাকার অনুরোধ করেন। জেলা আইন শৃঙ্খলা সভায় সকল সদস্যদের নিয়মিত উপস্থিত থাকার ওপর গুরুত্ব আরোপ করেন তিঁনি।