নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ কাদেরের সুস্থতা কামনায় দোয়া
মোঃ নাসিম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সুস্থতা মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ সদস্য মোঃ সোহেল রানার উদ্যোগে, কসবা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে, আজ বৃহস্পতিবার বিকেলে ১নং কসবা ইউনিয়নের সোনাইচন্ডী আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া কামনায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা তাতী লীগের সাধারণ সম্পদক মোঃ পলাশ, নেজামপুর ইউনিয় ছাত্রলীগের সভাপতি উত্তম কুমার দিপু, কসবা ইউনিয়নের সভাপতি সুজন, নাচোল সদর ইউনিয়নের সভাপতি সাগর প্রমূখ।
উল্লেখ্য যে, গত সোমবার হঠাৎ করে, চেয়ারম্যান আব্দুল কাদের শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে, বর্তমানে বাসায় রেস্টে আছেন।