রাজশাহীতে সেলপ কর্মসূচির আয়োজনে ব্র্যাক কর্মীদের আইনগত সহায়তা প্রদান
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী : “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ ” প্রতিপাদ্যে ব্র্যাকের সেলপ কর্মসূচি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচরাভিযান পক্ষ ২০২৩ উপলক্ষে রাজশাহী জেলার ব্র্যাক কর্মীদের জন্য সকল ধরনের আইনি পরামর্শ প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
বুধবার (৬ ই ডিসেম্বর) সকাল ৯ টায় থেকে বিকেল ৫ টা পর্যন্ত ব্র্যাকের সেলপ কর্মসূচির আয়োজনে ব্র্যাকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে এ লিগ্যাল এইড ক্যাম্প পরিচালনা করা হয়।
সকাল ৯টায় জোনাল ম্যানেজার (সেলপ) মোসাঃ সুফিয়া বেগম লিগ্যাল এইড ক্যাম্পের শুভ সূচনা করেন। এ সময় লিগ্যাল এইড ক্যাম্প পরিচালনা করেন ত্রিদীপ চন্দ্র গোলদার ডিএম সেলপ রাজশাহী।
এসময় আইনগত পরামর্শ প্রদান করেন, এডভোকেট নীলিমা বিশ্বাস, ব্র্যাক প্যানেল ল’ ইয়ার ও বিজ্ঞ আইনজীবী জর্জ কোর্ট রাজশাহী। লিগ্যাল এইড ক্যাস্পে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ব্র্যাক সহকর্মী বৃন্দ অনলাইন এবং অফ লাইনে যুক্ত হয়ে দেওয়ানি ও ফৌজদারী কার্যবিধি বিষয়ে প্রয়োজনীয় আইনী পরামর্শ গ্রহন করেন।