ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২৯ অপরাহ্ন

পটুয়াখালীতে দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সম্পাদক জুয়েল মৃধা।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 18, 2024 - 6:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার
মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা  প্রতিনিধি : 
এই প্রথম বারের মত পটুয়াখালী সদর সাব সাবরেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির ২০২৪ ইং সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬’জানুয়ারি মঙ্গলবার  সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয় বিকেল ৩ পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলে। শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকঁন ও সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন, (১). সহ-সভাপতি আব্দুর রব কিসলু, (২). সহ-সভাপতি সামসুল হক সোহেল গাজী, (১). যুগ্ন-সাধারন সম্পাদক মামুন হাওলাদার (জহির), (২). মতিউর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন, ক্যাশিয়ার মোঃ শাহজাহান তালুকদার, প্রচার সম্পাদক আতিকুর রহমান জিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ খায়রুজ্জামান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নেছার উদ্দিন কামাল ও সদস্য (১). মোঃ মজিবুর রহমান শাহীন, (২). মোঃ রাসেল ইকবাল, (৩). সাইফুল ইসলাম সুজন, (৪). মোঃ ফিরোজ আলম, (৫). মোঃ রেজাউল হক।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব নুরুল হক আকঁন, নির্বাচনী অন্যান্য দায়িত্ব পালন করেন (১). খন্দকার আব্দুল লতিফ, (২). মোঃ সেলিম হাওলাদার, (৩).মোঃ আলমগীর তালুকদার, প্রধান পর্যবেক্ষক ছিলেন আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, তার সহযোগী মোঃ আবুল হাচান ও মোঃ আলমগীর হোসেন।
মোট ভোটার সংখ্যা ১১৩ জন পুরুষ ভোটার ১১২ এবং নারী ভোট মাত্র ১ জন। উক্ত নির্বাচনে মোট ২৫ জন প্রার্থী অংশ নিলেও ৫ জন সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২০ জনের প্রতিদ্বন্দ্বীতা মুলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা হলেন, সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ২ জন, যুগ্ন-সাধারন সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্যাশিয়ার পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ধর্ম বিষয়ক পদে ২ জন এবং ক্রীড়া সাংস্কৃতিক পদে ২ জন সহ মোট ২০ জন প্রার্থীর মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছেন। মোট ভোট সংখ্যা ১১৩, মোট ভোট কাস্ট হয়পচে ১১৩ ভোট।
এসময় নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম আকন বলেন,সরকারি নিয়ম নিতি অনুযায়ী সেবার মান আগের তুলবায় আরো উন্নত হবে বলে জানান তিনি।