ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৪ অপরাহ্ন

কবিতা -জল রংয়ের সৃষ্টি 💚.

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 20, 2024 - 4:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 84 বার

রাজলক্ষ্মী মৌসুমী-
তুমি জল রঙের তুলিতে এঁকে দিলে আমার ললাট।
যেনো ভোরের  সোনালী টকটকে সূর্যের আলোতে আমি  টগবগে তরুণী।
কী যাদু তোমার রশ্মিতে?

আমার দেহের যত আড়ষ্টতা, কুটিলতা
যেনো নিমিষেই  বিলীন  হয়ে গেলো।
এবার আমি পৃথিবীর  যত সুখ, যত আনন্দ ভালেবাসা আমার হৃদয়ের পাঁজরে
আড়াল করে রাখবো।
জড়া- জীর্ণতা, দুঃখ -কষ্টকে অতীতের  বলয়ে
লুকিয়ে রেখেছি।

ধূলোর আবরণে আমার তানপুরাটা  যেনো অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে।
ক্ষত-বিক্ষত তানপুরাটায় আদুরে হাত বুলিয়ে জাদুর  কাঠিতে  প্রাণবন্ত চঞ্চল  করে তুললাম।
এবার সুর- লহরীতে ঝংকৃত  হবে
আমার প্রেমের আকাশ।

যেখানে রঙ তুলি সেখানেই পাবে আমায়।
আমি  মনের মাধুরী মিশিয়ে  করব রচনা
জল তুলিতে আঁকা  স্বর্গীয় সুখ।
তুমি যেভাবেই চাও – এখানে কোন মিথ্যা নেই,
ছলনা নেই।

পটে আঁকায় কাল্পনিক  আবেগের অস্তিত্ব
ধসে পরবে না কখনও।
এই তো আছি বেশ  তুমি আমি
কল্পনার  জল  রং তুলিতে।।