হাতীবান্ধায় বড় ভাইয়ের হাত থেকে প্রাণে বাঁচতে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন
হাতীবান্ধা (লালমনিরহাট ) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জমি বে-দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মনোরঞ্জন নামে এক স্কৃল শিক্ষক। শুক্রবার বিকেলে মোহনা টেলিভিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোরঞ্জন বর্মন অভিযোগ করে বলেন আমার স্বনামীয় ভোগদখলীয় জমি আমার বড় ভাই গনেশ চন্দ্র
বর্মন জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার উপর হামলা করে জমি দখল করার চেষ্টা করেন। এমন ঘটনা ঘটেছে উপজেলার গোতামারী ইউনিয়নের কাওচুলকা এলাকায়।
সংবাদ সম্মেলনে তিনি দাবী করে বলেন, আমার বড় ভাই গনেশ চন্দ্র বর্মন আমার বিরুদ্ধে অভিযোগে বলেছেন, ওই জমিতে বাঁশঝাড় রহিয়াছে কিন্তু ওই জমিতে আমার শুপারি বাগান রহিয়াছে তার এই মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিআরএস ৪১৭ দাগে ৭২ শতক জমি এবং বিআরএস ৪১৮ দাগে ৩০ শতক মোট ১০২ শতক জমির মধ্যে ৫১ শতক জমির উপর গনেশ চন্দ্র বর্মন বসত বাড়ি করে আছেন এবং ৪১৭ নং দাগে ৭২ শতক জমির মধ্যে গণেশ চন্দ্র বর্মন ৫১ শতক এবং অবশিষ্ট ২১ শতক ও ৪১৮ দাগে ৩০ শতক মোট ৫১ শতক জমি খাজনা প্রদান করিয়া আমার ভোগদখলে আছে। এমতাবস্থায় গত ১৭ই মে ২৪ ইং তারিখে সকালে গনেশ চন্দ্র বর্মন উক্ত জমির উপর কিছু লোক নিয়ে এসে আমার উপর হামলা করার চেষ্টা করেন। আমি এ ব্যাপারে হাতীবান্ধা থানায় ও লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ করেছে। এসময় তার ও পরিবারের জীবন হুমকির মুখে রয়েছে বলেও উল্লেখ করেন। গনেশ চন্দ্র বর্মন যেকোন সময় আমার পরিবারের ক্ষতি করতে পারে বলে মনে করেন। তাই তিনি প্রসাশনের সহযোগি কামনা করেছেন।