ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাপা নেতা এড কাইয়ুমের শ্রদ্ধাঞ্জলি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 7, 2024 - 8:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

প্রেস বিজ্ঞপ্তিঃ ১৪ জুলাই ২০২৪, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী।

এ বিশেষ দিন উপলক্ষ্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,ময়মনসিংহ জেলা জাপার যুগ্ম আহবায়ক, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক,ভালুকা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, ময়মনসিংহ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী,জাতীয় আইনজীবী ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক,আইনজীবি সমিতির সাবেক অডিটর ও পল্লীবন্ধুর আদর্শের অনুসারী সৎ যোগ্য,দক্ষ ও নীতীবান জনবান্ধব রাজনীতিবিধ,
জাতীয় সাংসদের সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর বিশ্বস্ত আস্থাভাজন এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম।

এক বার্তায় এডভোকেট আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের প্রিয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ তিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও ৫ বারের সংসদ সদস্য। তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক এবং সারা বাংলার উন্নয়নের রূপকার। তার মাধ্যমে নতুন এক বাংলার রূপরেখা তৈরী হয়েছিলো। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিলো এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে ছিলো। তখন মানুষ সুখে বাস করতো। তিনি ছিলেন একজন জনদরদী নেতা। তিনি সবসময় দেশের মাটি ও মানুষের মঙ্গলে কাজ করে গেছেন। তাকে দেখলেই বাংলার মানুষের মনে আস্থা ফিরে আসতো। তাকে হারিয়ে আমরা একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের প্রিয় নেতাকে মহান আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সেই দোয়া করছি’।

পল্লীবন্ধুর পঞ্চম মৃত্যুবার্ষীতে প্রিয়নেতার আত্মার মাগফিরাত কামনা করে জাপা নেতা এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম বলেন-তিনি ছিলেন সাহসীকতার প্রতীক, অসংখ্য মানবিক গুণাবলীসম্পন্ন একজন ব্যক্তি। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি,ন্যায়ের কথা বলতে পিছপা হননি। তাঁর নির্দেশিত সেই আদর্শ অনুসরণ করেই পথ চলছে জাতীয় পার্টি। পৃথিবীতে অনেক কিছু বদলে গেলেও অভিভাবকের ভালোবাসা বদলায় না। তাই তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় স্যালুট জানিয়ে তিনি বলেন-
আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। উপজেলা পদ্ধতির প্রবর্তক,রাষ্টধর্ম ইসলাম ও শুক্রবার সরকারী ছুটি ঘোষণাসহ তার উন্নয়ন কর্মকাণ্ডই এরশাদকে দেশের মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন।