ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁয় পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 7, 2024 - 12:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে।
নিতহ দুই শিশুর নাম- লক্ষণ (৩) ও রাম (৩)। তারা উভয়ে একই গ্রামের সুজিত ওরাওঁ এর যমজ সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের খাবার খেয়ে যমজ ওই দুই ভাই বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের  সবার অগোচরে শিশু দুটি বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় প্রতিবেশী। যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
‘ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।’
এবিষয়ে ধামইরহাট থানার পুলিশ কর্মকর্তা এস আই (নিঃ) পরিতোষ চন্দ্র সরকার জানান, শিশু দুটির মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বাড়ির পাশের পুকুরপাড়ে খেলত গিয়ে পানিতে পড়ে জমজ শিশু দুটির মৃত্যু হয়।