প্রচ্ছদ » » নওগাঁর মান্দায় রথযাত্রা মহোৎসবের উদ্বোধন
নওগাঁর মান্দায় রথযাত্রা মহোৎসবের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রা উপলক্ষ্যে নওগাঁর মান্দায় উপজেলার প্রসাদপর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির হতে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়,ও মন্দির চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকারসহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।