বাঘায় ঝুকিপূর্ণ জনগোষ্ঠির মাঝে বিশুদ্ধ খাবার পানি ক্যাপ ও ছাতা বিতরণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় তীব্র তাপপ্রবাহের কারণে ঝুকিপূর্ণ জনগোষ্ঠির মাঝে বিশুদ্ধ খাবার পানি (বোতল জাত) , ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে বাঘা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার-মোড় সহ বাঘা মাজার গেট এলাকার পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি (বোতল জাত) , ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মো: আবু সালেহ, ইউনিট লেভেল অফিসার এস এম তৌকির আহমেদ, যুব প্রধান মোঃ জাকারিয়া ইকবাল ও অন্যান্য যুব স্বেচ্ছাসেবকগণ ।