ফুলবাড়ীতে নদীর পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ছোটো যমুনা নদীর পানিতে ডুবে স্বর্ণদীপ বাবু বন্ধন (০৭) নামে এক শিশু শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টার সময় উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বর্ণদীপ বাবু বন্ধন ওই এলাকার বিপিচিল দাস এর ছেলে। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, স্বর্ণদীপ বাবু বন্ধন, প্রথম শ্রেনীতে লেখাপড়া করত। সে সাঁতার জানতো না। দুপুরে স্বর্ণদীপ বাবু বন্ধন মনষা পুঁজার জন্য তার চাচাত ভাই রাশ বাবু, কর্ণ বাবু সহ পানি আনতে পাঠকপাড়া এলাকার ছোট যমুনা নদীতে যায়।এসময় নদীতে ভাসমান অবস্থায় মনষা দেবীর পুঁজার ডালা দেখতে পেয় তা উঠাতে গিয়ে নদীর পানিতে ডুবে যায়। তার চাচাত ভাইয়েরা বাড়ীতে ফিরে বিষয়টি পরিবারের লোকজন কে জানালে, বাড়ীর লোকজন সহ গ্রামের মানুষ নদীর পানিতে অনেক খোজাখুজি করে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মৃত্যুবরন করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।