ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীর দুমকীতে পবি প্রবির বিক্ষোভ মিছিল, মুদির কুশপুত্তলিকা দাহ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 22, 2024 - 3:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার
মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা: ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) প্রাঙ্গনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে টিএসসি চত্বরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে কর্মসূচির অংশ হিসেবে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকায় জুতার মালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি চত্বরে এসে শেষ হয়। মিছিল পরবর্তী শিক্ষার্থীরা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এসময় শতাধিক শিক্ষার্থীরা”পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি; বন্যায় মানুষ মরলে, সেভেন সিস্টার্স থাকবে না রে, দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা, ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, বারবার ভারতের এমন আগ্রাসন আমরা মেনে নিতে পারি না। ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে আমরাও তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে দিবোনা।
উল্লেখ্য, সম্প্রতি কোন রকম নোটিশ ছাড়াই ভারত সরকার কর্তৃক গম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ পানিতে বন্যার সৃষ্টি হয়। ইতিমধ্যেই নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে।এসময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।