ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিচিত্র কুমার এর কবিতা “কাশফুলের অপেক্ষায় ” 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 15, 2024 - 11:58 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার
কাশফুলের অপেক্ষায়
  • -বিচিত্র কুমার 
একগুচ্ছ কাশফুল নিয়ে আজো দাঁড়িয়ে আছি,
নীলিমার ধুলা, হারানো পথের অবকাশে,
বুকে আশা, চোখের রেখা মিশিয়ে,
দূরের আলোর রেশে, হারিয়ে যাওয়া পাশে।
বসন্তের রোদে, ফুলের মিষ্টি গন্ধে,
প্রেমের মালা বোনা, তুমি হাতের কাছে,
ভরা দুপুরের স্বপ্ন, তোমারই উজ্জ্বলতা,
প্রেমের গানে আজো, মিশেছে আশা কাঁচে।
কাশফুলের মায়ায় বোনা সেই অতীত দিন,
চাঁদের রাত্রে, একাকী গানের বিনিময়,
আমার হৃদয়ে আঁকা, তোমার রূপের ছবি,
মুছে না যাওয়া স্বপ্ন, এক অনন্ত অভিনয়।
তোমার প্রেমের ঝলক, আগুনের সুরে গাঁথা,
নদীর জলে লেখা, অতীতের গল্পের কাহিনী,
ভুলে যাওয়া স্মৃতি, মুছে যায় চোখের পাতায়,
প্রেমের অপেক্ষা, জ্বলছে তোমার ছোঁয়ার অণি।
আকাশের সুরে প্রার্থনার মৃদু সুর,
স্বপ্নের মেঘে মিশে, তোমার নামের সুর,
একগুচ্ছ কাশফুল হাতে নিয়ে দাঁড়িয়ে,
নীলিমার দিকে, প্রেমের বাঁধন বুঝিয়ে।
পথের ধারে সন্ধ্যা বেলা, নির্জন রাত্রি,
বাতাসে ভাসে, হাসির সুরের রেশ,
আমি একটানা তোমার প্রত্যাশায়,
বসন্তের ফাঁকে কাশফুলের ডাকের আশে।
তোমার জন্যই আজো দাঁড়িয়ে আছি,
একগুচ্ছ কাশফুল হাতে, প্রেমের স্বপনে,
যতক্ষণ না তুমি আসবে, পূরণ হবে,
আমার প্রেমের চাহিদা, জীবন সাথী তবু।