রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে জামায়াতের সহায়তা প্রদান
রাঙ্গুনিয়া প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার পক্ষ হতে ইউনিয়নের আংশিক এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের (প্রতিবন্ধী) মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আহবায়ক মো: সরোয়ার হোসেন।
ইউনিয়ন সেক্রেটারী হাফেজ মোহাম্মদ ইউনুস’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা শাহ আলম, উপজেলা অফিস সম্পাদক মাস্টার আবু নাফিস, ছাত্রশিবির এর জাহেদুল ইসলাম, কলিমুল্লাহ, ইব্রাহিম সাকিব, তারেকুর রাহমান প্রমুখ। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ইউনিয়নের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আবু জাফর।