ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ের উন্নয়ন ভাবনায় সমন্বিত কর্মশালা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 28, 2024 - 12:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে জেলা উন্নয়ন রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা শুরু হয়। কর্মশালাটি পরিচালনা করেন জেলা প্রশাসক সাবেত আলী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী, কর্মকর্তা, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবী এবং সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন। প্রথম দিনে অংশগ্রহণকারীদের ৬টি গ্রুপে বিভক্ত করে জেলার বিদ্যমান সমস্যাগুলো লিখিতভাবে চিহ্নিত করা হয়।

আগামী শনিবার কর্মশালার দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা জেলার উন্নয়নের সম্ভাবনা এবং সমস্যার সমাধান খুঁজে বের করবেন। জেলা প্রশাসক জানান, এই কর্মশালার মাধ্যমে জেলার উন্নয়নে একটি সমন্বিত রূপরেখা তৈরি করা হবে, যা পরবর্তীতে সংশ্লিষ্ট নাগরিকদের অংশগ্রহণে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকের হোসেন, এবং জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।

পঞ্চগড়ে অনুষ্ঠিত এই কর্মশালা জেলার উন্নয়নের জন্য একটি সমন্বিত রূপরেখা তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা জেলার বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।