ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সোনাইমুড়ীতে আলোর পথে এর উদ্যোগে ৫ শতাধিক বন্যার্তের মাঝে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 28, 2024 - 12:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

আবু বকর ছিদ্দিক, নোয়াখালী থেকেঃ সোনাইমুড়ীতে বন্যাকবলিত মানুষের স্বাস্থ্য সেবা দিতে আলোর পথে ভানুয়াই এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক কানিজ ফাতেমা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভানুয়াই কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করেন সোনাইমুড়ী সান ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান মামুন, মেডিকেয়ার ইউনাইটেড হাসপাতালের মেডিকেল অফিসার আনোয়ার হোসেন হিরণ, আল খিদমাহ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অপু চন্দ্র বিশ্বাস। এ ছাড়াও দি ল্যাব এইড হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, নিউ নুরানী হাসপাতালের ৫ জন সিনিয়র নার্স সেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন আলোর পথে ভানুয়াই এর আহবায়ক ও সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সদস্য সচিব এডভোকেট ইদ্রিস মোল্লা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।