কেরানীগঞ্জে দুইটি বিদ্যালয়ে ১১০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উপকরণ প্রদান
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা আইডিয়াল হাই স্কুলের ১১০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উপকরণ প্রদান করা হয়েছে।
বেসরকারি সংস্থা রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এর উদ্যোগে গতকাল সকাল ১০টায় এসব উপকরণ প্রদান করা হয়। এসব উপকরণ এর মধ্যে ছিল স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, ড্রয়িং সামগ্রী, সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, নেইলকাটার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার পক্ষ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রাণী কর্মকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাকিবা সুলতানা , রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আর এস সি)এর প্রধান নির্বাহী কর্মকর্তা জুলফিকার মতিন। হিজলা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূপুর মজুমদার, সহকারী শিক্ষক খাইরুল বাশার এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন এর প্রোগ্রাম ম্যানেজার রাজেন কুমার সাহা।
উক্ত সংস্থা ২০১৬ সাল থেকে স্কুল দুটিতে শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা ছাড়াও বিশেষ কোচিং , কম্পিউটার প্রশিক্ষণ, জরুরি সহায়তা (যেমন কম্বল) সহ স্কুলে নানা ধরণের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।