ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীতে পালিত হলো ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 8, 2024 - 10:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে ব্যপক উৎসাহ আর উদ্দীপনা র মধ্যে দিয়ে র‍্যালী ও আলোচনাসভাসহ বিভিন্ন আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন।

অদ্য ৭ নভেম্বর বেলা ১১ টার সময় ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলতাফ হোসেন চৌধুরী সমর্থিত যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট চত্বরে গিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও যুগ্ন-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাইমুন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ বাপ্পি, সাবেক সহ প্রচার সম্পাদক মো. আবুল বাশার, সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন মামুন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রয়েলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী।

এ ছাড়াও পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এর নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সকাল ৬.৩০ মিনিটের সময় সদর রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৭ নভেম্বর দিবসের কর্মসূচী শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি কাজী মাহাবুব হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. মো. হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন, যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনির মাহমুদ, মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শাহআলম হাওলাদার, তাঁতী দলের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব আরিফুর রহমান রানা, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কাইউম সিকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলামসহ দলের বিপুল সংখ্যাক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।