ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কারিগরি শিক্ষায় বৈষম্য দূরীকরণে বিভাগীয় মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 9, 2024 - 11:45 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

স্নিগ্ধা খন্দকার  পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ বিএমটি কারিগরি কলেজ শিক্ষক সমিতির আয়োজনে রংপুরের হোটেল রাইয়ান্সে “কারিগরি শিক্ষার বৈষম্য দূরীকরণ ও শিক্ষার মান উন্নয়ন” শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০৮ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ দেলদার রহমান দিলু এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মশিউর রহমান বিলু ও কাজী কাহাফুল ওয়ারা সালামি।

সভায় রংপুর বিভাগের আটটি জেলার শিক্ষকরা কারিগরি কলেজগুলোতে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও বৈষম্য নিয়ে কথা বলেন। প্রভাষকগণ এমপিও জটিলতা, সরকারি প্রশিক্ষণের সুযোগ ও কারিগরি শিক্ষায় ঘাটতির মতো বিষয়গুলোতে বিস্তারিত মতামত তুলে ধরেন। অতিথিরা শিক্ষকদের সব কথা মনোযোগ সহকারে শুনে ভবিষ্যতে সমস্যাগুলোর সমাধানের অঙ্গীকার করেন এবং কারিগরি শিক্ষার মানোন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা করেন।

প্রধান অতিথি অধ্যক্ষ দেলদার রহমান জানান, কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতি শিক্ষকদের সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রয়োজনে শিক্ষা উপদেষ্টার কাছে দাবিগুলো উত্থাপন করবে।

মতবিনিময় সভায় আট জেলার ১০৪ জন অধ্যক্ষসহ প্রায় পাঁচশ প্রভাষক অংশ নেন।

কারিগরি শিক্ষার বৈষম্য দূর করে শিক্ষার মানোন্নয়নে এই মতবিনিময় সভা শিক্ষক সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।