ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১১৭ জন শিশুকে জিএন এর উপহার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 19, 2024 - 1:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১১৭ জন শিশুকে গিফট নোটিফিকেশন জিএন এর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হল রুমে এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশনের আইডিভুক্ত বিভিন্ন শিশুদের চাহিদা অনুযায়ী সাইকেল, শীতবস্ত্র, টিটেবিল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, মুকুল বৈরাগী, শিশু সুরক্ষা কর্মকর্তা প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ।
সভায় এনাফ ক্যাম্পেইনে ০ থেকে ১৮ বছর বয়সী সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর নিরাপদ খাবার ও খাদ্য নিরাপত্তার মধ্যে যাতে করে বেড়ে উঠতে পারে সে বিষয়ে গ্লোবান ক্যাম্পেইন এনাফ বিষয়ে আলোচনা করা হয়।