ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের আহত ৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 19, 2024 - 1:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার দুপুরে উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের মংলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হাসান আলী

মন্ডল বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, মংলাপাড়া গ্রামের মৃত  বয়তুল্লাহ মন্ডলের ছেলে হারুন অর রশিদ (৫০)ও তার স্ত্রী বিলকিছ বেগম (৪৫)।

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারেজ আলী মন্ডল ও তার আপন ভাই হারুন অর রশিদ এর সাথে বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে হারেজ মন্ডলের দখলীয় সম্পত্তিতে হারুন অর রশিদ সোমবার দুপুর ২ টায় জোরপূর্বক বাঁশের খুটি দিয়ে জবর দখল করতে যায়। এসময় প্রতিপক্ষ হারেজ উদ্দিন মন্ডল বাধা দিতে গেলে তাদের উপর আক্রমণ করে হারুন অর রশিদের হাতে কোপদা দিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। এতে হারেজ উদ্দিন মন্ডল (৬২) তার স্ত্রী হাফিজা বেগম (৫২) ও ছেলে হাসান আলী মন্ডল (২৬) গুরুতর রক্তাক্ত জখম হয়।পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা স্বামী/স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এমতাবস্থায় তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত হারুন অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান জানান,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#