ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 21, 2024 - 3:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নবাগত দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আলকামাহ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এর আগে তিনি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুম্মান আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাহানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী লিমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা বেগম, মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুশহীদ, থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা একেএম খন্দকার মহিব্বুল, সিনিয়র সাংবাদিক রজব আলী প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মি, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।