ফুলবাড়ীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা ফুলবাড়ী শাখার আয়োজনে পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এর আগে সকাল ৯ টায় সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনাসহ স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
র্যালী শেষে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা ফুলবাড়ি শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোমঞ্জুরুল হক। এতে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ল্যাফটেন্যান্ট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সার্জেন্ট খাইবুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক তারিকুল ইসলাম সিরাজী, মাওলানা মো. তোহা, হজ মোয়াল্লেম, সাহাজুল ইসলাম, মানিক সরকার, এরশাদ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।