ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে স্মরণ সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 28, 2024 - 12:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা স্মৃতি বিজড়িত ঘটনাগুলো শেয়ার করেন এবং সরকারি-বেসরকারি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিতি ও বক্তব্য: সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মির্জা নাজমুল ইসলাম কাজল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ শিক্ষার্থী, সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
সভা শেষে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ সভাটি বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্ব এবং ঐতিহাসিক ত্যাগের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায্যতার সংগ্রামে অনুপ্রাণিত করবে।