ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 2, 2024 - 2:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ থানার ব্রাকে এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), মো. আনিসুর রহমান।

দেশের সম্প্রীতি নষ্টকারীদের ফাঁদে পা দিয়ে কমলগঞ্জে দীর্ঘদিনের ধরে রাখা সম্প্রীতি যেকোন উপায়ে রক্ষা করতে হবে জানিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কিছু লোকের ইন্দনে শান্তির উপজেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।

কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ফেসবুকে উস্কানী দিচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক করার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবী জানানো হয়। সভায় ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকে বাংলাদেশে সংখ্যালঘুড়া অন্যান্য সময়ের চেয়ে যে এখন অনেক ভালো অবস্থানে আছে সে বিষয়গুলি দেশের মিডিয়াকে বেশি বেশি করে প্রচার করার আহবান জানান ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা কমলগঞ্জের সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। সকলে মিলে একসাথে কাজ করলে শ্রীমঙ্গল সারা বিশ্বে সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।