ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ সেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে দিল জনতা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 3, 2024 - 10:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শওকত নামে সেচ্ছাসেবক দলের এক নেতাকে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছে জনতা। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মরিয়মনগর রশিদিয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। শওকত একই এলাকার মোকাম মেম্বার বাড়ির আইয়ুব আলীর ছেলে। সে মরিয়মনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এর দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, গত রোববার রাতে অবৈধ বালু দখলকে কেন্দ্র করে গ্রেফতার শওকত হোসেন ও তার সহযোগীদের সাথে একই এলাকার অপর কিছু যুবকের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার রাতে মোটরসাইকেল যোগে একটি বন্দুক হাতে ভয় দেখাতে ঘটনাস্থলে এলে স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে এবং বন্দুকসহ হাতেনাতে ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, শওকতকে গ্রেপ্তারের সময় তার কাছে থাকা একটি একনলা (৫০” লম্বা) বন্দুক জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।