ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামিনে মুক্তি পেয়ে মামলার বাদীকে হত্যার হুমকি, থানায় ডায়েরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 6, 2025 - 5:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধর্ষণচেষ্টা মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসেই মামলার বাদীকে গুম ও মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের হুমকি পেঁয়ে মামলার বাদী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

চিরিরবন্দর থানা-পুলিশ ও মামলার বাদীর সঙ্গে কথা বলে জানা যায়, দিনাজপুেরের চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর পীরগঞ্জ ডিএস আলিম মাদ্রাসার নৈশ প্রহরী মো: মোকছেদুর রহমান গাজী উক্ত মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভবন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়।

অষ্টম শ্রেণির সেই শিক্ষার্থী প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় গত বছরের ৯ই অক্টোবর মাদ্রাসা ছুটির কিছুক্ষণ পর লম্পট গাজী সেই ছাত্রীকে জোর পূর্বক মাদ্রাসার কক্ষে ধর্ষনের চেষ্টা করেন। এতে সেই ছাত্রী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট গাজী ঘটনাস্থল হইতে পালিয়ে যায়।

ঘটনার পর ঐ ছাত্রীর মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় মাদ্রাসার নৈশ প্রহরী মো: মোকছেদুর রহমান গাজীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গত ১৮ই ডিসেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিনে মুক্তি পান আসামি নৈশ প্রহরী মো: মোকছেদুর রহমান গাজী।মামলার বাদীর অভিযোগ, জামিনে মুক্তি পেয়ে ধর্ষণচেষ্টা মামলাটি তুলে নেওয়ার জন্য নৈশ প্রহরী মো: মোকছেদুর রহমান গাজী তাঁর ওপর চাঁপ সৃষ্টি করছেন। মামলা তুলতে রাজি না হলে মেয়েকে আবার ধর্ষণ ও ঐ ছাত্রীর বাবা-মায়ের বড় ধরনের ক্ষতি করবেন বলে হুঁমকি প্রদান করছেন।
মামলার বাদী মোছা: নুরুফা খাতুন গত ৫ই জানুয়ারী হুমকীর ঘটনায় চিরিরবন্দর ধানায় একটি সাধারণ ডায়েরী করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নৈশ প্রহরী মো: মোকছেদুর রহমান গাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “মামলার বাদী একটি সাধারণ ডায়েরী করেছেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।