ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ কারাগারে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 6, 2025 - 5:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) উপজেলার দক্ষিণ সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ সৈয়দ বাড়ি ৮নং ওয়ার্ডের মৃত আবুল ফজলের ছেলে সৈয়দ ইফতেখার আলম(৫০)।

রোববার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ইফতেখারকে রাতে গ্রেফতার করে সোমবার কারাগারে পাঠিয়েছে।

সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে শিশুটিকে অভিযুক্ত ইফতেখার তার ঘরের বাইরে থাকা টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির ভাই দেখে ফেললে ইফতেখার সেখান থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিসির মাধ্যমে সুরহার চেষ্টা করেও ব্যর্থ হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৈয়দ ইফতেখার আলমে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।