নাসিরনগরে গরু চুরি উপদ্রব বেড়ে গেছে
ফয়সাল আহমেদ, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সম্প্রতি জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও রাস্তা-ঘাটে ঘন ঘন চুরি ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রায় ১০ দিনের ব্যবধানে বেশ কয়েকটি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাতে হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে সারোয়ার রেজার ঘর থেকে ৪টি গরু চুরি হয়ে গেছে।
তাছাড়াও কুন্ডা ইউনিয়নের গ্রাম পুলিশ আশরাফ উদ্দিনের ঘর থেকে ৩টি গরু, কুন্ডা বিটুইর মধ্যবর্তী স্থানে জনৈক মহিলার ঘরে ডাকাত প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার সময় মহিলাকে কুপিয়ে মারাত্বক আহত করে।
ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামে হিন্দু বাড়ীতে চোর প্রবেশ করে ৪টি গরু নিয়ে যায়।
বুড়িশ্বর ইউনিয়নের মকবুলপুর গ্রামে ইদ্রিস আলীকে মামলার আসামী থাকায় পুলিশের ভয় দেখিয়ে ঘর থেকে বের করে যাবতীয় মালামাল ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়।
মাহফিল থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফেরার পথে নাসিরনগর সদরের বাসিন্দা আল আমিন চৌধুরী ও তার ছেলে ইমরান চৌধুরীকে তিলপাড়া আনন্দপুর রাস্তার মধ্যবর্তী স্থানে হাত- পা বেঁধে কুপিয়ে আহত করে মোটর সাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
এই বিষয়ে সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগর সার্কেল আনিসুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে এর প্রতিকার সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন ঘন কুয়াশার কারণে এ সমস্ত হচ্ছে। আমরা অচিরেই গ্রাম পুলিশ ও সচেতন জনগনকে নিয়ে মিটিং করব। চোর ডাকাতদের তালিকা করা হচ্ছে। আশা করি জনগণ খুব তাড়াতাড়ি এ সমস্যা থেকে মুক্তি পাবে।